24 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ


বিএনএ, ময়মনসিংহ: ২০২১ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম সাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬৬ হাজার ২৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৫ হাজার ৫৪৯ মেয়ে এবং ৩৩ হাজার ৬৬৮ জন ছেলে পাশ করেছে।

জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ১২৩ জন মেয়ে ও ৩ হাজার ৫৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

এই বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ২৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। এর মধ্যে শতভাগ পাশ করেছে ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান। বাকী একটি প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী অকৃত কার্য হয়েছেন।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি, রেহেনা ইয়াসমিন

Loading


শিরোনাম বিএনএ