18 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত

দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে মাছ আড়ৎদের সামনে ছিনতাইকারীদের ধাওয়া করার সময় তাদের ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।বরিশাল গৌরনদী উপজেলা বাগমারা গ্রামে শামসুল হকের মীরের ছেলে সাঈদ খোকন। এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা নগর এলাকায় থাকতেন।

নিহত সাঈদের ভগ্নীপতি ফারুক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি যাত্রাবাড়ী মাছ আড়ৎ স্ট্যান্ডে পিকআপভ্যান পার্কিং করে বসে ছিলেন।তখন কয়েকজন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য গাড়ি চালকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। আজ ভোরে তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ এসব বিষয় নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে মূল ঘাতকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন,  প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, কিছু ছিনতাইকারী তাদের ছিনতাই করার টাকা-পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী মাছ আড়ৎ এলাকায় ট্রাক স্ট্যান্ডের ট্রাক ড্রাইভাররা তাদেরকে বাধা দেয়। এ সময় ছিনতাইকারীদের একজন সাঈদ খোকন মীরকে ছুরিকাঘাত করে। পরে তিনি হাসপাতালে মারা যায়।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ