26 C
আবহাওয়া
২:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত

দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে মাছ আড়ৎদের সামনে ছিনতাইকারীদের ধাওয়া করার সময় তাদের ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।বরিশাল গৌরনদী উপজেলা বাগমারা গ্রামে শামসুল হকের মীরের ছেলে সাঈদ খোকন। এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা নগর এলাকায় থাকতেন।

নিহত সাঈদের ভগ্নীপতি ফারুক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি যাত্রাবাড়ী মাছ আড়ৎ স্ট্যান্ডে পিকআপভ্যান পার্কিং করে বসে ছিলেন।তখন কয়েকজন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য গাড়ি চালকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। আজ ভোরে তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ এসব বিষয় নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে মূল ঘাতকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন,  প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, কিছু ছিনতাইকারী তাদের ছিনতাই করার টাকা-পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী মাছ আড়ৎ এলাকায় ট্রাক স্ট্যান্ডের ট্রাক ড্রাইভাররা তাদেরকে বাধা দেয়। এ সময় ছিনতাইকারীদের একজন সাঈদ খোকন মীরকে ছুরিকাঘাত করে। পরে তিনি হাসপাতালে মারা যায়।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩