16 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » টানা জয়ে শীর্ষে ইউনাইটেড

টানা জয়ে শীর্ষে ইউনাইটেড

ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: পল পগবার একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টানা তৃতীয় জয়ের দিন দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন পগবা।

বিরতির আগেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মার্সিয়ালের ডান পায়ের জোরালো শটে লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক পোপ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ নষ্ট করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

অবশেষে ৭১তম মিনিটে আসে জয়সূচক গোল। ডান দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্স থেকে ভলি করেন ফরাসি মিডফিল্ডার পগবা। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ