35 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » খাগড়াছড়ির পানছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪

খাগড়াছড়ির পানছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থী ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।  সোমবার(১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫৫ থেকে ৬০ রাউন্ড গুলিবিনিময় হয়।

জানা গেছে, পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনসা ত্রিপুরাকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় কোন পক্ষই দায় স্বীকার করছে না। এমন কি স্থানীয় প্রশাসনও ঘটনার ব্যাপারে কোন তথ্য নিশ্চিত করতে পারছে না। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।

তিনি জানান, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।

বিএনএ/ আনোয়ার হোসেন, ওজি

Loading


শিরোনাম বিএনএ