31 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর নাবিস্কো মোড়ে বাসে আগুন

রাজধানীর নাবিস্কো মোড়ে বাসে আগুন


বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। পুলিশ সেখানে উপস্থিত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার দুপুর একটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ভোর ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে শনিবার রাতে রাজধানীতে আটটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ