27 C
আবহাওয়া
১:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

বিএনএ,টাঙ্গাইল:  শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর। শুক্রবার(১২নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের রুহুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে মোটরসাইকেল ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। শখ করে মোটরসাইকেল কেনার দ্বিতীয় দিনের মাথায় দুর্ঘটনায় মারা গেল রাকিব ও তার দু বন্ধু।

নিহত তিনবন্ধু হলো- মকবুল (১৭), রাকিব (১৮) ও আসাদুল ইসলাম (১৭)।

স্থানীয়রা জানান, বহুদিনের শখ পূরণে রাকিব বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল ক্রয় করে। প্রথমদিনও সে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল নিয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করে প্রাকটিস করেছে। শুক্রবার মকবুল ও আসাদকে নিয়ে দ্বিতীয় দিনের মত নতুন গাড়ি নিয়ে ঘুরতে বের হয়।

উপজেলার মাটিকাটা এলাকা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে রুহুলি এলাকায় একটি দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তাদের দ্রুতগামি মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনবন্ধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

বিএনএনিউজ২৪, উজ্জ্বল, জিএন

Loading


শিরোনাম বিএনএ