27 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » তুচ্ছ ঘটনায় রিকসাচালক খুন

তুচ্ছ ঘটনায় রিকসাচালক খুন

খুন

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই রিকশাচালকের মধ্যে মারামারি ঘটনায় শফিকুল ইসলাম (৫০) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার (১২অক্টোবর) সন্ধ্যায় কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক শফিকুলের বাড়ি সদর বগুড়া জেলায়। বর্তমানে পরিবারের নিয়ে তিনি হুজুরপাড়া এলাকায় থাকতেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হুজুরপাড়া এলাকায় দুই রিকশাচালকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এতে শফিকুল মারা যায় বলে আমরা জানতে পেরেছি।

শফিকুলের মৃতদেহ এখন ঘটনাস্থলে রয়েছে। আইন অনুযায়ী অপর রিক্সা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ