34 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রশাসন একাডেমির ৭শ একর বনভূমি বরাদ্দের আদেশ স্থগিত

প্রশাসন একাডেমির ৭শ একর বনভূমি বরাদ্দের আদেশ স্থগিত

হাইকোর্ট

বিএনএ ঢাকা: কক্সবাজারে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য রক্ষিত বনভূমির ৭শ একর জায়গা বরাদ্দের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। সেইসঙ্গে ওই বরাদ্দের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সচিবের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। আগামি চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশ ও বন সচিব, ভূমি সচিব ও জনপ্রশাসন সচিবকে এ রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

সোমবার (১১ অক্টোবর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল বেঞ্চ।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানিতে তিনি বলেন, ৭০০ একর বনভূমির মালিক বন বিভাগ। সেই বন বিভাগের আপত্তি উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ভূমি বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। কিন্তু এই বনভূমির মালিক ভূমি মন্ত্রণালয় নয়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষার জন্য হাইকোর্টের রায় রয়েছে। সেখানে সরকারের একটি বিভাগ ৭০০ একর বনভূমি ধ্বংস করে প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য এই জমি বরাদ্দ নিয়েছে। যদি এখানে একাডেমি করা হয় তাহলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নেমে আসবে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝিলংজা বনভূমির ওই এলাকা প্রতিবেশগতভাবে সংকটাপন্ন। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের জন্য আরেকটি প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করতে ওই ‘রক্ষিত বনভূমির’ ৭০০ একর জায়গা বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এবং বিভিন্ন মহলে আলোচনা উঠে।

বন বিভাগ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির আপত্তি উপেক্ষা করে এই জমি বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বন বিভাগের দাবি, এই জমি তাদের। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এই জমি ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এই বনভূমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা নিষেধ। পরে ওই প্রতিবেদনটি সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. মনিরুজ্জামান কবির।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ