30 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ৫৪৪ দিন পর বাজল স্কুলের ঘন্টা, উচ্ছ্বসিত ঝিনাইদহের শিক্ষার্থীরা

৫৪৪ দিন পর বাজল স্কুলের ঘন্টা, উচ্ছ্বসিত ঝিনাইদহের শিক্ষার্থীরা

ঝিনাইদহের

বিএনএ ঝিনাইদহঃ মহামারী করোনায় লকডাউনের পর দীর্ঘ প্রায় ১৮ মাস পর বাজল স্কুলের ঘন্টা। ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাঠদান।

রোববার(১২সেপ্টেম্বর) সকাল থেকেই স্কুলের প্রধান ফটকে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা নির্ণয়, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার শেষে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান জানান, প্রথম দিনে ১০ম, এসএসসি পরীক্ষার্থী, ৫ম শ্রেণী ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। স্বাস্থবিধি মেনে একটি বেঞ্চে ২ জন শিক্ষার্থীকে বসানো হচ্ছে। এছাড়াও স্কুলের প্রধান গেইটে তাপমাত্রা মাপা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনেই স্কুলের পাঠদান করানো হচ্ছে।

শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক বলেন, স্কুল চালু করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। কয়েকদিন ধরেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয় ক্লাসরুমসহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পাঠদান করানো হবে।

এদিকে দীর্ঘদিন পর স্কুলে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, অনেক দিন পর আমার প্রিয় প্রতিষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে। বন্ধুদের সাথে দেখা হচ্ছে। স্যারদের সাখে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছে।

শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরুর হওয়ার পর শহরের বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মজিবর রহমান। পরিদর্শন কালে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করছে। প্রত্যেকে মাস্ক পরিধান করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। তারা তা অনুসরণ করবে। আজকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আশা করছি আগামীকাল থেকে পূর্বের মত শিক্ষার্থী উপস্থিতি পাওয়া যাবে।

বিএনএনিউজ২৪ডটকম,আতিক,জিএন

Loading


শিরোনাম বিএনএ