24 C
আবহাওয়া
৮:২৮ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ২১৫ জনের মৃত্যু, শনাক্ত ১০১২৬

করোনায় আরও ২১৫ জনের মৃত্যু, শনাক্ত ১০১২৬


বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মারা গেলেন ২৩ হাজার ৬১৩ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১৫ জনের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১০৮ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

বিএনএনউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ