বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে পাকিস্তানের একাধিক শহরে এ ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন দেশের রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরা ও আরও অনেক ছোট-বড় শহর এবং গ্রামে অনুভূত হয়েছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ইসলামাবাদের সেক্টর ১১ এলাকার এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা হঠাৎই অনুভব করলাম ভবনটি দুলছে। দ্রুত বাইরে বেরিয়ে আসি। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভেতরে যাই।
তবে এখন পর্যন্ত দেশজুড়ে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যা কিছুটা হলেও স্বস্তির খবর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।