বিএনএ, ঢাকা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ১নং সেক্টর এলাকা থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নয়নকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পরে আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো রয়েছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।