বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ এর মিডিয়া উইং সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হচ্ছে মোঃ হাশেম উল্লাহ(৪৪) আবু জমিল(২৪)।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার র্যাব-১৫, ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তাদের অপর দুইজন সহযোগী র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারীরা স্বীকার করে। পরবর্তীতে তাদের কাছ থেকে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে থাকে।
বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী