30 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝড় বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা

ঝড় বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা

ঝড় বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা

বিএনএ, ঢাকা : যশোর, কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের দু’য়েক জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

সোমবার (১২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুপাচ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে আরও বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় স্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সংগে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া দেশজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ