16 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়ার জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে থেকে আটক করা হয়।

আটক ফিরোজ রাজাপালং ইউনিয়নের বটতলী পশ্চিম সিকদারবিল এালাকার মৃত আব্দুল হাকিম এর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। তাকে ১০ হাজার ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ