33 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহীতে দেয়াল ধস; নিহত ১

রাজশাহীতে দেয়াল ধস; নিহত ১

রাজশাহীতে দেয়াল ধস; নিহত দুই

বিএনএ ডেস্ক: রাজশাহীতে ভবন নির্মাণের গর্ত খোঁড়ার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চার জন।

শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বনগ্রাম বিমান চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন গোদাগাড়ী উপজেলার বালিয়া গ্রামের দিলীপ (৪৩), মনজুর আলম (৩৫), কাজেম আলী (২৭) এবং নগরীর হেতেম খাঁ এলাকার এনামুল হক (৩৫)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত দুদিন ধরে শ্রমিকরা এনতাজ আলীর বাড়ির আরসিসি পিলার নির্মাণের কাজ করছিলেন। কাজের মধ্যে হঠাৎ পাশের দেয়াল ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ