30 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » চবির সাবেক অধ্যাপক ড. মুক্তাদির আর নেই

চবির সাবেক অধ্যাপক ড. মুক্তাদির আর নেই

চবির সাবেক অধ্যাপক ড. মুক্তাদির আর নেই

বিএনএ, চট্টগ্রাম : করোনায় ইন্তেকাল করেছেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ও  বিশিষ্ট শিক্ষাবিদ  ড. আ ন ম আবদুল মুক্তাদির (৭২)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১২ মার্চ) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম জানান, গত দশদিন ধরে করোনা আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। কিন্তু সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

করোনার সংক্রমণ শুরু হওয়ার আগ পর্যন্ত সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা,  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁরা বলেন,  তাঁর মৃত্যুতে বাংলাদেশের শিক্ষাঙ্গণের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো এবং আমরা হারালাম একজন জ্ঞান প্রদীপ ও  বিশিষ্ট ব্যক্তি। সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান  চির স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকতার মহান পেশাকে বেছে নিয়ে অসংখ্যা শিক্ষার্থীদের জ্ঞান প্রদীপে আলোকিত করেছেন মানুষ গড়ার এ কারিগর। কর্মে তিনি বেঁচে থাকবেন হাজারো শিক্ষার্থীদের হৃদয়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসায়।

আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আছরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ