27 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজি

ঢাকা: মুঠোফোন ও ইন্টারনেট সেবায় আরোপিত নতুন ভ্যাট প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

রোববার(১২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের ফলে ইন্টারনেট সেবার খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করবে এবং এই খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

মানববন্ধনে বক্তাদের বক্তব্য:
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম বলেন, “ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা শতভাগ দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হয়। এই খাতকে ধ্বংস করার অপচেষ্টা আগেও হয়েছে। এখন আবার নতুন করে ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ভ্যাট আরোপ করা হলো। এতে গ্রাহকের খরচ যেমন বাড়বে, তেমনি সেবাখাতও সংকটে পড়বে। এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয় ঘেরাও করা হবে।”

আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, “নতুন ভ্যাট আরোপের ফলে ছোট উদ্যোক্তারা টিকে থাকতে পারবে না। একই সঙ্গে গ্রাহকদের ওপর অতিরিক্ত করের চাপ বাড়বে, যা বৈষম্য তৈরি করবে। মানুষ ইন্টারনেট সেবা গ্রহণে আগ্রহ হারাবে।”

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, “নতুন করের বোঝা জনগণকে ভোগান্তিতে ফেলবে। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত সরকারকেও সমস্যায় ফেলবে। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

প্রযুক্তিবিদ ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, “ইন্টারনেট সেবার ওপর কর আরোপ করা স্বৈরাচারী আচরণের শামিল। এটি টেলিযোগাযোগ খাতকে হুমকির মুখে ফেলবে। নতুন উদ্যোক্তা তৈরি দূরের কথা, গ্রাহকরাও এই সেবা গ্রহণ করতে পারবে না।”

মানববন্ধনের সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, “দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের খুশি করতে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারো সঙ্গে আলোচনা না করে রাতের আঁধারে এমন সিদ্ধান্ত জনগণের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আমরা এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান করব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রযুক্তিবিদ ফিদা হক, ফ্রিল্যান্সার প্রতিনিধি আনিস, রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এবং পাঠাও-এর সিইও ফাহিম

অন্যান্য বক্তারা সরকারের প্রতি দ্রুত এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং গ্রাহকের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বালুকাবেলায় রেলওয়ে সাংবাদিকদের মিলনমেলা আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ শালীন পোশাক পরিধানে পেরুর পার্লামেন্টে নতুন নির্দেশনা চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা