15 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২২২

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২২২

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এ ২২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৪০ শতাংশ।

নতুন আক্রান্ত ১৭৪ জন নগরের ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫০৭ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন নগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ