বিএনএ,কক্সবাজার:কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসের ধাক্কায় টমটম চালকসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাস্টমস টিভি টাওয়ারের কাছে ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মনির আহমদ (২২)।সে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে।আর টমটম চালক পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম।
শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সেন্টমার্টিন পরিবহনের একটি বাস টেকনাফ যাওয়ার পথে টেকনাফ-কক্সবাজার সড়কের পালংখালী টিভি টাওয়ারের পাশের ঢালুর জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমকে ধাক্কা দেয়।এতে এ হতাহতের ঘটনা ঘটে।মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন,আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশঙ্কাজনক।উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।অপর আহতদের টিভি টাওয়ার পাশে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।
বিএনএনিউজ/আরকেসি