বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৩ দশমিক ২৬ কেজি ওজনের মহামূল্যবান পুরাকীর্তি কষ্টি পাথরের প্লেট ও বাটিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ( ১১ জানুয়ারি) বিকালে চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া আটগাছ তলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পটিয়া থানার দলঘাট এলাকার মৃত অতুল দাসের ছেলে প্রফুল্ল দাস (৬৫) ও বোয়ালখালী থানার সরোয়াতলী গ্রামের শংকর দের ছেলে তুহিন দে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ওইদিন গোপন সংবাদের ভিতিতে অভিযান চালিয়ে চররাঙ্গামাটিয়া আটগাছ তলা এলাকার রফিক ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ২৬ কেজি ওজনের মহামূল্যবান পুরাকীর্তি কষ্টি পাথরের প্লেট ও বাটি উদ্ধার করা হয়। তারা কষ্টি পাথর অবৈধভাবে বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/আমিন