31 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু: চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৩২

ডেঙ্গু: চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৩২

ডেঙ্গু চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৩২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ১৩২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬৮১ জন।

এছাড়া বাকি ২৮১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: বরিশালে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

তিনি আরও জানান, চট্টগ্রামে এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ