বিএনএ বিশ্বডেস্ক : বয়স মাত্র ৬ বছর। প্রায় দুই মাস আগে আমির আলী ৪ হাজার ৫০০ মিটার উঁচু আফগানিস্থানের সালং পাহাড়ে আরোহণ করতে সফল হন। তিনি বলেন, “আমি আফগানিস্তানের সবচেয়ে ছোটপর্বতারোহী, আমি শাহ ফোলাদি পাহাড়কে জয় করতে চাই।
গত বুধবার পর্বতারোহণ ফেডারেশনের কর্মকর্তারা জানান, পাঁচজন আফগান পর্বতারোহীর একটি দল বামিয়ান প্রদেশের একটি উচ্চ শিখর শাহ ফোলাদি স্কেলে যাওয়ার পথে রয়েছে । তার মধ্যে রয়েছে ৬ বছর বয়সী শিশু আমীর আলী ।
কর্মকর্তারা আরও জানান,, ৫ দিনের মিশন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাসান লিজাই নামে এক আরোহী জানান,একজন ক্রীড়াবিদকে যে কোনো অবস্থায় এবং যে কোন সরকারের অধীনে প্রশিক্ষণ এবং খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত,”
আমির আলীর বাবা আহমদ শুয়াইব সামিমি বলেন, ছেলের জন্য তার বড় স্বপ্ন আছে। আমির আলীর জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ড অর্জনের জন্য আমার বড় পরিকল্পনা আছে। আমির আলী আমার সাথে ৩ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন ।
উল্লেখ্য, শাহ ফোলাদি কোহ-ই-বাবা পাহাড়ে বরফে ঢাকা একটি উপত্যকা। শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটারেরও বেশি উঁচু।
বিএনএ/ওজি