23 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » দেশের মানুষ যাতে ইলিশ মাছ কম দামে পায় সেই উদ্যোগ নেয়া হবে- উপদেষ্টা ফরিদা

দেশের মানুষ যাতে ইলিশ মাছ কম দামে পায় সেই উদ্যোগ নেয়া হবে- উপদেষ্টা ফরিদা

উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা: অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ কম দামে পায় সেই উদ্যোগ নেয়া হবে।

রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে।

আরও পড়ুৃন : বৃহস্প‌তিবারের মধ্যে পু‌লিশ সদস্যদের চাক‌রিতে যোগ দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ