26 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সালাহউদ্দিন আহমেদ ৯ বছর পর ঢাকায় ফিরেছেন

সালাহউদ্দিন আহমেদ ৯ বছর পর ঢাকায় ফিরেছেন

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ঢাকা :  সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাস‌চিব সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ নয় বছর পর ভারত থেকে ঢাকায় ফিরেছেন ।

আওয়ামী লীগ সরকারের সময়ে ‘নিখোঁজ’ হওয়ার পর তার সন্ধান মিলেছিল ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করেন।

সালাহউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।

২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, র‌বিবার(১১ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাহউদ্দিন আহমেদ।
হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

তিনি শিলং পুলিশকে জানান, গোয়েন্দা পরিচয়ে ২০১৫ সালের ১০ মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। একটি প্রাইভেটকারে তাকে শিলং নেওয়া হয়। কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি বলতে পারেননি।

এস‌জিএন/হাসনা


শিরোনাম বিএনএ