29 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিদায়ী হাজীদের কোরআন বিতরণে রোবট

বিদায়ী হাজীদের কোরআন বিতরণে রোবট


বিএনএ, বিশ্বডেস্ক : মক্কা থেকে যাওয়ার আগে হাজীরা সোমবার শেষবারের মতো জামারায় পিলারে পাথর নিক্ষেপ করেছেন। এটি একটি হজের বাধ্যতামূলক একটি কাজ। সোমবার থেকে বিদায়ী হাজীদের মাঝে কোরআনের কপি বিতরণ করছে রোবট।

হজের সকল আনুষ্ঠানিকতা শেষ হলে বিদায়ী হাজীদের মধ্যে রোবটের মাধ্যমে কোরআনের কপি বিতরণ করছে বলে জানিয়েছেন সৌদি সরকারের নির্দেশিকা বিষয়ক প্রেসিডেন্সির ডেপুটি প্রেসিডেন্ট শেখ বদর বিন আবদুল্লাহ আল-ফুরাইহ।

তিনি বলেন, রোবটটি একটি দ্বৈত স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এবং বাধা এবং মানুষের সাথে সংঘর্ষ এড়াতে একটি ত্রিমাত্রিক সেন্সর রয়েছে।

রোবটটি ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এর গতি নিয়ন্ত্রণ করা যায়। রোবটটির ওজন ৫৯ কেজি।

আবদুল্লাহ আল-ফুরাইহ বলেন, সৌদি সরকার চাচ্ছে হজে হাজীদের আরও বেশি সুবিধা দিতে। আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের যে প্রকল্পগুলো নেয়া হয়েছে রোবটের ব্যবহার তার মধ্যে একটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ