29 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৮ জুন চীন সফরে যাচ্ছেন ব্লিংকেন

১৮ জুন চীন সফরে যাচ্ছেন ব্লিংকেন


বিএনএ, বিশ্বডেস্ক : ১৮ জুন চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন। মার্কিন কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

ফেব্রুয়ারি মাসেই তার চীন যাওয়ার কথা ছিল। কিন্তু সন্দেহজনক নজরদারি বেলুন নিয়ে সৃষ্ট সংকটের কারনে সে সময়ে সফর বাতিল করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, ১৮ জুন ব্লিংকেনের বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তার পূর্বসুরি মাইক পম্পেও ২০১৮ সালের অক্টোবরে চীন সফর করেছিলেন। এর পর প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ের কোন মার্কিন কর্মকর্তা চীনে যাচ্ছেন।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই সিনিয়র কর্মকর্তাদের সফর সম্পর্কিত ঘোষণা দেবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং নভেম্বরে বালিতে যে বৈঠক করেন সেখানে ব্লিংকেনকে বেইজিংয়ে পাঠানোসহ দু’দেশের মধ্যকার তীব্র উত্তেজনা বন্ধের চেষ্টার বিষয়ে উভয়ে সম্মত হয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ