বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১০০৩টি নমুনা পরীক্ষায় ১২৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৪১ জন। এনিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৫৮২ জন। এসময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। যাদের মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ১ জন। শুক্রবার ( ১১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ১৯টি নমুনা পরীক্ষায় ৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৮টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং এপিক হেলথ ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ জন বেড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৮২ জন। যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ২৫৩ জন এবং উপজেলায় ১১ হাজার ৩২৯ জন। একই সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮ জন। যাদের মধ্যে নগরে ৪৫৩ জন এবং উপজেলার ১৮৫ জন।
বিএনএনিউজ২৪/ আমিন