বিএনএ, ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে সানি আহমেদ (১৬) নামে এক কিশোরের হাত-পা ঝাঁঝরা হয়ে গুরুতর আহত হয়েছে। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ মে) দুপুরের দিকে নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে।সানি ওই এলাকায় পরিত্যক্ত জিনিস টোকানোর সময় ককটেলটি বিস্ফোরণ ঘটে।এতে অসংখ্য স্প্লিন্টারের আঘাতে তার দুই হাত-পা ঝাঁঝরা হয়ে যায়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সানিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত সানি জানায়, তার বাবার নাম টিটু মিয়া।সে কাকরাইল এলাকায় ভবঘুরের মতো থাকে ও ভাঙারি কুড়িয়ে বিক্রি করে।
পল্টন এলাকায় ভাঙারি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে সে আহত হয়।ঘটনার পরপরই পুলিশ প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে টোকাই এক কিশোর আহত হয়েছে। সেই ব্যাগে আরও দুই একটি ককটেল থাকতে পারে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি