বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : বঙ্গোপসাগরে সৃষ্ট আসন্ন ঘূর্ণিঝড় মোখার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) উপজেলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহ-সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় সব রকমের প্রস্তুতি শেষ করা হয়েছে।।
সভায় জানানো হয় ৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রস্তুত করেছেন উপজেলা শিক্ষা অফিস। ইতিমধ্যে পূর্বকালীন সব প্রস্তুতি শেষ করেছে বলে জানান ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া দূর্যোগকালীন সময়ে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। সব ধরনের অপরাধ দমনে সবসময় প্রস্তুত থাকবেন বলে জানান থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএনএ/এনামুল হক নাবিদ/এইচ.এম।