বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৯০২টি নমুনা পরীক্ষায় ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যাদের নগরে ৭৪ জন এবং উপজেলার ৩২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৩৯০ জন। এসময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবদেনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৯, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮১টি নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষায় ২০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষা ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ৬জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১০৬ জন বেড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৩৯০ জন। যাদের নগরের ৪১ হাজার ১২৩ জন এবং উপজেলার ১০ হাজার ২৬৭ জন। এসময় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬৮ জন। এদের মধ্যে নগরে ৪২১ জন এবং উপজেলার ১৪৭ জন।
বিএনএনিউজ২৪/ আমিন