27 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলী নদী থেকে নিখোঁজ সাম্পান মাঝির মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ সাম্পান মাঝির মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ সাম্পান মাঝির মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাবেদ আহমেদ (৪৬) নামে এক সাম্পান মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বোয়ালখালী উপজেলার হামিদ চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের এলাকার শরীফ আলীর ছেলে।

নৌ পুলিশ জানায়, গত ৯ এপ্রিল সন্ধ্যার দিকে হামিদ চর এলাকায় নিখোঁজ হন জাবেদ। জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা খুলে গেলে তিনি সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে নৌ-পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি।

সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ