28 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


বিএনএ, ফেনী : ফেনীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের ওসমান আলী সারেং বাড়ির মো. সেলিমের ছেলে অটোরিকশার চালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজার ইউনিয়নের চর হাজারী গ্রামের শফিকের ছেলে রাজিব (২৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক নজরুল নিহত হন। আহত অবস্থায় যাত্রী রাজিবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সেখান থেকে মর্গে পাঠায় পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনার পর টাকটির চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ