15 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল সম্পন্ন

ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল সম্পন্ন

ফেনী আওয়ামী লীগ

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল রবিবার(১০এপ্রিল) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।এতে জেলার পদস্থ সরকারি কর্মকর্তগণ,রাজনীতিক ও পেশাজীবিরা অংশ নেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমদ পিপি।
No description available.
মাহফিলে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সার্বিক তত্ত্বাবধানে ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকার’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনীর সিভিল সার্জন ডা: রফিকুস সালেহিন,জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালীব, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার, জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাস্টার আলী হায়দার, ইফতেখার ইসলাম , ফেনীর সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, নাদিয়া ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী,জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাস্টার আলী হায়দার, ইফতেখার ইসলাম , ফেনী মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাস্টার আলী হায়দার, ইফতেখার ইসলাম , ফেনী মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাজী আলাউদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনি। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, মুক্তিযোদ্ধা বিষয়েক সম্পাদক মোঃ মোস্তফা হোসেন, কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ, জাতিসহ ফেনীবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান।

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ