21 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আকিজ বিড়ির গোডাউন লুট : দারোয়ানকে শ্বাসরোধে হত্যা

আকিজ বিড়ির গোডাউন লুট : দারোয়ানকে শ্বাসরোধে হত্যা

শারীরিক ও মানসিকভাবে নির্যাতন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আকিজ বিড়ির গোডাউনের দারোয়ান কবির আহমেদ (৪০) কে শ্বাসরোধে হত্যা করে ৪৯ কার্টুন বিড়ি লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে নগরের পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ জুবাইয়ের সৈয়দ বলেন, রাতে সংঘবদ্ধ ডাকাত দল গোডাউনের দারোয়ান কবির আহমেদকে শ্বাসরোধে হত্যা করে ৪৯ কার্টুন বিড়ি লুট করে নিয়ে গেছে। নিহত কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানিয়েছেন, নিহত কবির আহমদকে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ মর্গে  রয়েছে।ময়নাতদন্ত শেষে মরহেদ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ