21 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ২৭৭

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ২৭৭


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৭৭ জন আক্রান্ত হয়েছে।  শনাক্তের বেশিরভাগই ওমিক্রন  ভ্যারিয়েন্টে আক্রান্ত ।তবে এ দিন কেউ মারা যায়নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায় ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছে ১৮৫ জন এবং উপজেলায় ৯২ জন। এর মধ্যে সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৯ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ১১ জন, সীতাকুণ্ডে ৪ জন, মিরসরাইয়ে ১২ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৭৩৪ জন নগরে এবং বিভিন্ন উপজেলায় ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন সহ মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ