বিএনএ, ঢাকা : সরকারি কর্মকর্তাদের সময়ের কাজ সময়ে করার জন্য বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন পদ্ধতিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন (এডিপি) সংক্রান্ত পরামর্শক সভায় তিনি এ কথা বলেন।
এসময় সরকারি কর্মকর্তাদের ফাইল নিয়ে দীর্ঘসূত্রিতার সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বেতন ও সুযোগসুবিধা নিলে দ্রুত এবং সময়মতো কাজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকে যেহেতু বেতন নিচ্ছেন, সকল সুযোগ সুবিধা নিচ্ছেন, সেহেতু আপনার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করুন।
মন্ত্রী বলেন, দিনের কাজ দিনে, সময়ের কাজ সময়মতো শেষ করতে হবে।
তিনি বলেন, ‘অনেকে হয়ত প্রশ্ন করতে পারেন, এই কাজ করে লাভ কী? সরকারের পলিসি নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু আপনাদের মনের চিন্তা মনে রেখে শক্তি ব্যয় করতে হবে ফাইল ডিসপোজালে।’
তিনি আরও বলেন, ‘সরকারের পলিসি নিয়ে দ্বিমত থাকলে ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট দেবেন না।’
এসময় সততা ও নিষ্ঠার সাথে যেকোন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে আমলাদের প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন’সহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকতা ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।