18 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

বিএনএ, রাজবাড়ী: কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এক পর্যায়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে ওই নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) নূর মোহাম্মদ ভূইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে গাড়ি ও যাত্রীসহ ছয়টি ফেরি পারাপারের অপেক্ষায় আটকে ছিল। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি চলাচল শুরু করেছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ