30 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সাকিবদের সঙ্গে আর থাকছেন না ডোনাল্ড

সাকিবদের সঙ্গে আর থাকছেন না ডোনাল্ড

ডোনাল্ড

বিএনএ ডেস্ক: বিশ্বকাপে শেষ ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় টিম মিটিংয়ে বাংলাদেশ দলের হয়ে আর কাজ না করার সিদ্ধান্ত সবার কাছে জানিয়েছেন ডোনাল্ড। কোচিং প্যানেলের অংশ হিসেবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে বিশ্বকাপের শেষ ম্যাচে শেষবারের মতো তাকে দেখা যাবে বাংলাদেশ ড্রেসিংরুমে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। বোর্ডের ওই কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘হ্যাঁ, উনি (ডোনাল্ড) আমাদের কাছে টিম মিটিং চলার সময় জানিয়েছেন, তিনি আর বিশ্বকাপের পর আমাদের সঙ্গে থাকবেন না।’

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। এই ব্যাপারে প্রকাশ্য সমালোচনা করেছিলেন তিনি। ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যায় না বলে মন্তব্য করেছিলেন এই দক্ষিণ আফ্রিকান। এরপর বিসিবি তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়।

গত বছর মার্চে টি-২০ বিশ্বকাপের আগে পেস বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। তার অধীনে বাংলাদেশের পেস অ্যাটাক এ বিশ্বকাপের আগ পর্যন্ত ভীষণ উন্নতির ছাপ রেখেছিল। তা দেখে চলতি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় বোর্ড। যদিও বিশ্বকাপে তাসকিন, মুস্তাফিজ, শরীফুলরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি, ব্যর্থ হয়েছেন দলের অন্যদের মতোই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক