বিএনএ, গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে তালুকদার উচ্ছ্বাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) দুপুরে টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি জানান, বুধবার দুপুরে আউচপাড়া খাঁ পাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তালুকদার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মদনাকান্তি গ্রামের মৃত পীযূষ তালুকদারের ছেলে।
বিএনএ/ রুকন,এমএফ