25 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে মিরসরাই থেকে ছিনতাই ও চোরাই কৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ খোরশেদ আলম (৪৩)। সে ১৪নং হাইতকান্দি ইউনিয়নের, ৯নং ওয়ার্ড উত্তর বালিয়াদী গ্রামের মোজাফফর আহমদ এর ছেলে।

মিরসরাই থানা পুলিশ জানায়, সম্প্রতি মিরসরাই ইকোনমিক জোন রোডে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে মাঠে নামে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ছিনতাইকৃত মোটরসাইকেল সহ দুই ছিনতাইকারীকে হাটহাজারী ও মিরসরাই থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাই চক্রের অন্যতম সদস্য মোঃ খোরশেদ আলম (৪৩) কে হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে তার হেফাজত থেকে দুটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ