বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে মো. জহিরুল হক ড্রাইভার (৬০) নামে এক কৃষক মারা গেছে। শনিবার ( ১০ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
তিনি উপজেলার সোনাপাহাড় এলাকার রফিউজ্জামানের ছেলে। ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপনের সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন মাগরিবের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এক মেয়ে রেখে গেছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, বজ্রপাতে মারা যাওয়ার বিষয়ে আমি অবগত নই। খোঁজ খবর নিচ্ছি।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, বিষয়টি খুব দুঃখ জনক। আমি নিহত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি