24 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নিরাপদ খাদ্য জনগ‌ণের সাংবিধা‌নিক অ‌ধিকার: নও‌ফেল

নিরাপদ খাদ্য জনগ‌ণের সাংবিধা‌নিক অ‌ধিকার: নও‌ফেল

https://www.youtube.com/watch?v=NzvZZG0BSKw

বিএনএ, চট্টগ্রাম :শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান  চৌধুরী নওফেল বলেছেন স্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের প্রয়োজন বিশুদ্ধ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। খাদ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে, সুস্থ সবল রাখে। কর্মক্ষম করে তোলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি সাংবিধানিকভাবে নিশ্চিত করেছেন। শুক্রবার চট্টগ্রামের দি কপার সিমনি লি এর জি ই‌সি শাখার উদ্বোধনী অনুষ্টানে এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের দেশে বিশুদ্ধ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি কঠিন হয়ে পড়েছে। ভেজালমুক্ত খাদ্য  নিশ্চিত করতে ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান ব্যরিস্টার নওফেল।

No description available.

কপার চিম‌নি জিই‌সি শাখার উ‌দ্বোধন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মিজানুর রহমান মজুমদার, দি কপার চিমনি লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, পরিচালক জাফর আহমদ সাদেক, দেলোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ নাজমুল হক, সামশুল করিম চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ, পোর্টল‌্যান্ড গ্রু‌পের প‌রিচালক র‌রিউল হো‌সেন বাবু, কাউন্সিলর মোরশেদ আলম ও ওয়াসিম উদ্দিন।

 

Loading


শিরোনাম বিএনএ