18 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ ৪ জন কারাগারে

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ ৪ জন কারাগারে


বিএনএ, ঢাকা : পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার আদালত নিবন্ধন।

এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, বুধবার(৮ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি লেক এলাকা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে পুলিশ। আটকের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বিএনএ নিউজ২৪.কম/ শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ