17 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিক অরুণ দাশগুপ্ত আর নেই

সাংবাদিক অরুণ দাশগুপ্ত আর নেই

অরুণ দাশগুপ্ত

বিএনএ, চট্টগ্রাম : সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত(৮৫) আর নেই। শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। ধলঘাট গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি ১৯৩৬ সালের ১ জানুয়ারি ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার মৃত অবিনাশ দাশের ছেলে।

ব্যক্তি জীবনে অবিবাহিত অরুণ দাশগুপ্ত দৈনিক আজাদীর সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ