16 C
আবহাওয়া
৮:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা


বিএনএ, কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ছুটে যান হাজার হাজার ভ্রমণপিপাসু। মেরিন ড্রাইভ, ইনানী, হিমছড়ি, পাটুয়ারটেক  ও দরিয়ানগরে ঘুরে বেড়ানোর পাশাপাশি পাহাড় ও সাগরের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে করেন প্যারাসেইলিং। সম্প্রতি প্যারাসেইলিং করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাই ঝুঁকির কথা চিন্তা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্যারাসেইলিং।

রোববার (৯ জুন) রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাসেইলিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি যাচাই বাছাই, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, টেকনিক্যাল টিম কর্তৃক মূল্যায়ন সাপেক্ষে পুনরায় চালু করে দেওয়া হবে। প্যারাসেইলিং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনারসহ টেকনিক্যাল টিম সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌ বাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনার দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে মূল্যায়নে যারা সফল হবে। তাদেরকেই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে।

বিএনএনিউজ/ ফরিদুল,এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ