33 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বসিক নির্বাচন: ১০৬টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র

বসিক নির্বাচন: ১০৬টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র


বিএনএ, বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিক) নির্বাচনে ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া বাকি ২০টি কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মিডিয়া সমন্বয়ক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ২০ কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে। সাধারণ কেন্দ্র গুলোতে ২২-২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ১২/১৪ জন থাকবে পুলিশ সদস্য বাকি সদস্যরা র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর। পাশাপাশি সব কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনএ/কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ