32 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, ফাইনালে উরুগুয়ে

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, ফাইনালে উরুগুয়ে


বিএনএ, ক্রীড়া ডেস্ক:  ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে উরুগুয়ে। এ দিকে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইটালি।

এর আগে লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইসরাইল।

ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার এন্ডারসন ডুয়ার্তের একটি প্রচেষ্টা রুখে দেন ইসরাইলের গোলরক্ষক টোমার জারফাতি। ১৯ বছর বয়সি ওই স্ট্রাইকারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে।

নিখুঁত খেলার মাধ্যমে দীর্ঘক্ষণ উরুগুয়েকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইসরাইল। তবে ম্যাচের ৬১ মিনিটে ফ্রাঙ্কো গঞ্জালেজ লক্ষ্যভেদ করলে বিদায় নিতে হয় ইসরাইলকে।  এ নিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে।

এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু দেশটিতে ইসরাইলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ