21 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

বিএনএ ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবন ধসে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে।   ্আহত  হয়েছেে আরও  ১৮ জন ।  বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনএ/ওজি 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ