23 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

বিএনএ, বিশ্ব ডেস্ক : চীনের দেয়া উপহার ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার (১২ মে) দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) চীনের রাষ্ট্রদূত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এ সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে ৩ মাস। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার সিরিয়ালে সামনে আসতে পারেনি বাংলাদেশ।

২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে বলে জানান। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ